আজ বৃষ্টিবার
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৯ মে, ২০১৫, ০৯:১৮:৫০ সকাল
শুক্রবারে কাজ ছিল, শনিবারেও বহুত ঝামেলা
আজ বৃষ্টিবার, আজ আমি শুধু বৃষ্টির গান শুনবো!
আজ রোদের চোখ-রাঙানী নেই
তাই টেনশনে ঘেমে যাওয়া নেই
রবিবারে ঢাকায় যেতে হবে, সোমবারে সেমিনার
কিন্তু আজ বৃষ্টিবার, আজ শুধু মেঘের সাথে ঝগড়া করবো!
আজ ভ্যাপসা গরম নেই
তাই তেষ্টায় কষ্ট পাওয়া নেই
মঙ্গলবারে দুটো ক্লাশ, বুধবারে মিটিং-সিটিং
আজ বৃষ্টিবার, আজ চুপিচুপি গাছের গোছল করা দেখবো!
আজ মেঘপুত্রের বরযাত্রা
আজ বৃষ্টিকণ্যার বিয়ে
পুরো সপ্তাহের হিসাব-নিকাশ বৃহস্পতিবারে
কি প্লান ছিল, কি করা গেল, আর কি বাকি?
প্লানগুলোকে প্লেনে চড়িয়েছি কারন আজ বৃষ্টিবার
আজ ধুলোবালির দুঃশাষণ নেই
হাইড্রোলিক হর্ণের ভাষণ নেই,
আজ হাত-পা ঠান্ডা হলেও খুলে দেবো উষ্ণ হৃদয়
বৃষ্টিতে ভিজতে ভিজতে আজ কান্না করবো!
স্মৃতিগুলোকে চুলোয় চড়িয়ে রান্না করবো!
দুপুরে খাবো আনন্দের চচ্চড়ি, বিষাদের ভর্তা
আজ হতে মেঘবাবু হলেন নতুন সংসারের কর্তা
নতুন জীবনে সময় হলো নতুন কিছু ভাববার
আজ বৃষ্টিবার! আজ বৃষ্টিবার!
বিষয়: সাহিত্য
৭৩৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন