কবিতা কেউ কেনে না

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৮ মে, ২০১৫, ১২:৫৭:৪৪ দুপুর

পেপসি-কোক জুস-চিপস বেনসনহেজেস অনেকেই কেনে; কবিতা কেউ কেনে না

কবিতার বাজার ভালো না

চামেচামে চটি চলে, কাব্যগ্রন্থ চলে না

কবিকে পকেট খরচা বাচিয়ে মুষ্টিচালের মতো কিছু রেখে দিতে হয়

এবং প্রকাশকের কাছে গিয়ে 'মুরগা' হতে হয়!

ভিক্ষুকের মতো বারবার ধন্না দিতে হয়---

'ভাই, আমার পান্ডুলিপিটা!'

'ফেলে দ্যান, কিছু হয় নি! এসব কেউ পড়ে না আজকাল, সায়েন্স ফিকশন লেখেন; ছেপে দিবো!

বুঝি সবই-- কিন্তু সুমনরে কেমনে বুঝাবো

এই সময়ে এই সমাজে এই দেশে

প্রকাশ্যে ঘুষ খাওয়া যায়፣ কিন্তু কবিতা লেখা যায় না

কবিকে চোরের মতো থাকতে হয় সমাজে

নিচু-মাথা উঁচু হয় দৈবাৎ ---মাঝে মাঝে

যেন কবিতা মারাত্মক মারণাস্ত্র፣ কবিতা লেখা ভয়ংকর অপরাধ

রিডিংরুমেও কবিতার ডাইরিগুলি লুকিয়ে রাখতে হয়

লিখতে বসলে বউয়ের ঝারি খেতে হয়

ঘরের বাতাস গরম হয়ে যায়፣ হাঁড়ি-পাতিল ঝনঝন করে

কবিতা লিখবে সুমন কেমন করে?

বিষয়: সাহিত্য

৯৮৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

318835
০৮ মে ২০১৫ দুপুর ০১:৫৬
হতভাগা লিখেছেন : ক্ষুধার রাজ্য পৃথিবী গদ্যময়
এখন সময় কবিতার নয়
০৯ মে ২০১৫ সকাল ০৯:১৭
260143
সুমন আখন্দ লিখেছেন : Happy>- তবু লিখে যাই Praying
318841
০৮ মে ২০১৫ দুপুর ০২:৪০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কবিতা এখন কেউ পড়েনা।
শুধু দালাল কবিরা কবি পরিচয় দিয়ে দালালি করে।
০৯ মে ২০১৫ সকাল ০৯:১৭
260142
সুমন আখন্দ লিখেছেন : better days will come again
318895
০৮ মে ২০১৫ রাত ০৮:০১
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।
০৯ মে ২০১৫ সকাল ০৯:১৬
260141
সুমন আখন্দ লিখেছেন : Surprised তবু কেউ কেউ কবি Talk to the hand
318948
০৯ মে ২০১৫ রাত ০২:৫৫
সাদিয়া মুকিম লিখেছেন : ভাবিকে জোছনারাতে কবিতা পড়ে শোনাবেন!ঘরে নিশীথের শান্ত বাতাস বইবে!
০৯ মে ২০১৫ সকাল ০৯:১৫
260139
সুমন আখন্দ লিখেছেন : Love Struckঅবশ্যই চেষ্টা করবো Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File