ছুটি চাই
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৫ এপ্রিল, ২০১৫, ০৯:৫৫:৪৭ সকাল
ছুটি চাই!
নৈমিত্তিক, অর্জিত বা কর্তব্যজনিত যাই হোক
ছুটি লাগবে, ছুটি চাইছি রুটিনমাফিক জীবন হতে
মোবাইল, মেসেজ, ফেসবুক, ইন্টারনেট হতে
বই পড়া, বকবক করা মিটিং এবং ইটিং হতে
বাজার করা, সংসার করা, ঝগড়া করা হতে ছুটি চাইছি!
ছুটি চাই!
শিক্ষাছুটি, মেডিকেল-ছুটি, লিয়েন, ডেপুটেশন যাই হোক
ছুটি চাইছি প্রতিদিনের কচলাকচলি হতে
নিত্য-নতুন ধান্দাবাজি, ফন্দি-ফিকির হতে
নাই-নাই, অভাব-অনটনের যিকির হতে
শব্দের ঘটকালী, কবিতার কথা চিন্তা করা হতে ছুটি চাইছি!
ছুটি চাই!
ম্যাটারনিটি তো হবে না, প্যাটারনিটি বা অন্য নামে যাই হোক
ছুটি চাইছি পকেট-প্যাকেট পলিটিক্স হতে
এইসব মিথ্যামিথ্যা নাটক দেখা হতে
নতুন কিছু শোনার সুদূর প্রতীক্ষা হতে
এই বিরতিহীন ছুটোছুটি হতে ছুটি চাই!
বিষয়: সাহিত্য
১১৬৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবু ছুটি চাই
তবু ছুটি দিতে হয়
মন্তব্য করতে লগইন করুন