ছুটি চাই

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৫ এপ্রিল, ২০১৫, ০৯:৫৫:৪৭ সকাল

ছুটি চাই!

নৈমিত্তিক, অর্জিত বা কর্তব্যজনিত যাই হোক

ছুটি লাগবে, ছুটি চাইছি রুটিনমাফিক জীবন হতে

মোবাইল, মেসেজ, ফেসবুক, ইন্টারনেট হতে

বই পড়া, বকবক করা মিটিং এবং ইটিং হতে

বাজার করা, সংসার করা, ঝগড়া করা হতে ছুটি চাইছি!

ছুটি চাই!

শিক্ষাছুটি, মেডিকেল-ছুটি, লিয়েন, ডেপুটেশন যাই হোক

ছুটি চাইছি প্রতিদিনের কচলাকচলি হতে

নিত্য-নতুন ধান্দাবাজি, ফন্দি-ফিকির হতে

নাই-নাই, অভাব-অনটনের যিকির হতে

শব্দের ঘটকালী, কবিতার কথা চিন্তা করা হতে ছুটি চাইছি!

ছুটি চাই!

ম্যাটারনিটি তো হবে না, প্যাটারনিটি বা অন্য নামে যাই হোক

ছুটি চাইছি পকেট-প্যাকেট পলিটিক্স হতে

এইসব মিথ্যামিথ্যা নাটক দেখা হতে

নতুন কিছু শোনার সুদূর প্রতীক্ষা হতে

এই বিরতিহীন ছুটোছুটি হতে ছুটি চাই!

বিষয়: সাহিত্য

১১৬৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

316782
২৫ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৩২
egypt12 লিখেছেন : আপনার এত আকুতি দেখে আল্লাহ চুড়ান্ত ছুটি মঞ্জুর করে ফেলেন কিনা চিন্তায় আছি Thinking
২৫ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২০
257986
সুমন আখন্দ লিখেছেন : আলহামদুলিল্লাহ Praying
316794
২৫ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৩০
নিমু মাহবুব লিখেছেন : ছুটি নাই

তবু ছুটি চাই

তবু ছুটি দিতে হয়
২৫ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২০
257987
সুমন আখন্দ লিখেছেন : হুমমমমমমমমম
316819
২৫ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ছুটি দিয়া কি হবে!!! ছুটিতে ছুটাছুটি করতেই দিন শেষ।
২৫ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২১
257988
সুমন আখন্দ লিখেছেন : এভাবে দিনের পর দিন, বার বার আমাকে ঝুলিয়ে রাখবেন না! জিন্দাকালে আপনারা যা করার করুন, আমি ছুটি চাই!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File