এই যুগ এমনই যুগ
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৩ এপ্রিল, ২০১৫, ১১:২২:০২ সকাল
বন্ধুর বুকে জেগে ওঠা পথও বন্ধুর হবে
এই যুগে এই আশা করাই মানানসই
বধূর কথা মোটেও মধুর হবে না
মিলন হতে পারে মাগার শান্তি হবে না
নির্বাচন হতে পারে কিন্তু গণতন্ত্র হবে না
এই যুগে এমন ভাবনাই মানানসই।
ভেবেছিলাম মুখে আলো না আসা পর্যন্ত
রোদে কুলকুচি না করা পর্যন্ত কিছু বলব না
কিন্তু যখন দেখলাম-
পোশাকের তলে সবাই নেংটা
সমুদ্র সমান অসুখ নিয়েও সবাই মিথ্যে বলে 'ভালো আছি'
নিয়ন আলোয় সেজে রাজধানী রাজা হয়ে যায়
গাঁও-গ্রামের মাথা কিনে নেয়
নিজের পরিবারকে বানায় ব্যাকডেটেড অজপাড়া
দেখছি এবং সাক্ষী হয়ে থাকছি
সিটি কর্পোরেশনের নির্বাচনে ঢাকা ভান করে,
আরে আরে কত্ত সুখ, সুখের বান ডেকেছে
তখন মনে হয়েছে চুপ থাকার চেয়ে পাপ আর নাই!
তাই লিখে যাই-
প্রশ্নবোধক পাঁচতারার পাশে খসা-তারার বস্তি থাকলেও
ঢাকা প্রতি সন্ধ্যায় আমোদে আর মদে ভেসে যায়,
সফলতা অনেক; আরেকটু হলেই লেঠা চুকে যাবে
দূর্ণীতির কাপড় খুলে যাবে---
কূট-কৌশল করে
ছলে অথবা বলে
যদি কোন মতে সূর্যটাকে শেষ করা যায়
কত ভাল হয়! আহা কত ভাল হয়!
তাহলে দিনের চেয়ে রাত হবে বেশি জ্বলজ্বলে
আর দলে দলে রাতসুলভ মুখেরা উঠবেন খলবলে।
বিষয়: সাহিত্য
৯০৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যদি কোন মতে সূর্যটাকে শেষ করা যায়
কত ভাল হয়! আহা কত ভাল হয়!
তাহলে দিনের চেয়ে রাত হবে বেশি জ্বলজ্বলে
আর দলে দলে রাতসুলভ মুখেরা উঠবেন খলবলে।
মন খারাপ করা সত্য কথা...!!! অনেক ধন্যবাদ ভালো লাগলো পিলাচ পিলাচ পিলাচ
মন্তব্য করতে লগইন করুন