বর্ষবরণ বস্ত্রহরণ
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২২ এপ্রিল, ২০১৫, ১১:৩৭:৫০ সকাল
কাপড় খোল কাপড় টানো
সবাই এবার লেংটা হোক!
কি দরকার কাপড়-চোপড়
নড়ে উঠছে মাথার পোক
মাথার ভেতর ঢুকছে জোক
ড্রেসেই যত সমস্যা হয়
ভালো করে দেখা যায় না
আড়াল করার ফন্দি-ফিকির
এসব তো আর মানা যায় না
মানা যায় না, মানা যায় না!
গোপনগুলো ওপেন হবে
দেখা তো ভাই সবার রাইট
আসুন সবাই নগ্ন হতে
নগ্নতাতেই বাড়বে হাইট
একশো ডিগ্রি ফারেনহাইট
গরমকালের জনসেবা
হেচকা টানে কাপড় খোল
যদি কেউ খুলতে না চায়
দম লাগিয়ে 'হেইও' বলো
খোলাখুলির আওয়াজ তোল
কাপড় খোল, কাপড় খোল!
বিষয়: সাহিত্য
১০৫৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন