এত ফাল পারেন ক্যান

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৭ এপ্রিল, ২০১৫, ০৬:৪০:১২ সকাল

"এত ফাল পারেন ক্যান? বেশি ফালাইলে পাও ভাঙবো---আপনাগো আব্বারা যে প্যাচ লাগাইয়া গ্যাছে, আপনারা হেইডা ছুডানোর চেষ্টা করতেছেন মাত্র। এইডা আপনাগোর দায়মুক্তি, দ্যাশের না! এখন বরং আপনারা জবাব দেন, কেন এই বিচার আরো আগে করতে পারলেন না? বিষ-গাছের চারায় তো আপনারাই পানি ঢালছেন, রোদ খাওয়াইছেন; এহন আইছেন ভোঁতা দাও দিয়া সারি-গাছ কাটতে। শরম করে না আপনেগো! গাঁধার মতো পানি ঘুলাইয়া খাইতেছেন, আবার হেইডা ফলাও কইরা বইলা বেড়াইতেছেন। আগে যেইডা সরাসরি খাওয়া যাইতো, এতো বছর পর হেইডা ঘুরাইয়া খাইতেছেন, আবার ফাল পারতেছেন! খাওয়ার সময় বেশি ফালাইয়েন না, গলায় আটকাইবো!" চায়ের দোকানে তুফান তুলে কথাগুলো বললেন এক মুরুব্বী। আর যাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বললেন তার চায়ের কাপ কাত হয়ে গেল, মাঝবয়সী বেচারার কাপড় নষ্ট হয়ে গেছে---উঠতে গিয়ে টলোমলো। গলা খাকারি দিয়ে কিছু বলতে যাচ্ছিলেন মনে হয়; কিন্তু কিছু না শুনেই হনহন করে হাঁটা দিলেন মুরুব্বী।

ঘটনার আমি একজন দিলখুশ দর্শক। চায়ের অর্ডার দিলাম--

বিষয়: রাজনীতি

১০১১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

315436
১৭ এপ্রিল ২০১৫ সকাল ১০:২৮
315440
১৭ এপ্রিল ২০১৫ সকাল ১১:৫১
দুষ্টু পোলা লিখেছেন : ধন্যবাদ অনেক ধন্যবাদ
315443
১৭ এপ্রিল ২০১৫ দুপুর ১২:১১
অনেক পথ বাকি লিখেছেন : মানবতাবিরোধীদের বিচার নিয়ে নাকি?
315444
১৭ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৫২
প্রেসিডেন্ট লিখেছেন : Cook Cook Give Up Give Up Hot Hot Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Thumbs Up Thumbs Up Thumbs Up

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File