মানুষ
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৬ এপ্রিল, ২০১৫, ০২:৪৮:২৯ দুপুর
এই যে মানুষ
ওই যে মানুষ
এত্ত মানুষ;
আসমানে মানুষ
পাতালে মানুষ
সবজাগায় মানুষ;
মনোগামী মানুষ
পলিগামী মানুষ
কত্ত মানুষ;
শামুক মানুষ
কামুক মানুষ
মত্ত মানুষ;
পথে পথে মানুষ
পেটে পেটে মানুষ
হুটোপুটি মানুষ;
আদিবাসী মানুষ
অধিবাসী মানুষ
কোটি কোটি মানুষ;
পায় পায় মানুষ
গায় গায় মানুষ
মাথা খায় মানুষ
থাকে না মানুষ!
বিষয়: সাহিত্য
৮৭০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
থাকে না মানুষ!
মন্তব্য করতে লগইন করুন