শুভ নববর্ষ

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৪ এপ্রিল, ২০১৫, ০৪:০৬:৫৮ বিকাল

দেখতে দেখতে জীবন হতে চলে গেল আরো অস্থির একটি বাংলা-বছর। অতীতমুখী রাজনীতির জরা, বিভাজনের বৈরিতা, বিদ্বেষের বিষ এবং ব্যর্থতার গ্লানি ভুলতে চাইলেও এত সহজ হবে না কাজটি। আপনাদের মতো আমিও শান্তি-সুখের প্রত্যাশায় উন্মুখ হয়ে আছি । নতুন বছরে সবার সুখের হোক- এই কামনা করি।

ফুটন্ত কড়াইয়ে থাকুন বা জ্বলন্ত চুলায় থাকুন---আপাতত এর সাথেই বাচতে শিখুন! বুদ্ধি ও শক্তির অপচয় কমিয়ে, 'সম্ভব না' ভাবনা বাদ দিয়ে সম্ভাবনাময় নতুন বছরে সবাই ভাল থাকবেন, সুখে থাকবেন-- এই কামনা করি।

যে ট্রেনটা চালক ছাড়াই পিছনে চললো, এটারও একটা প্রতীকী মানে করা যায়। ভাগ্য ভালো কোন দূর্ঘটনা ঘটেনি। আমরা দক্ষ চালক চাই! যিনি দেশটাকে ভালবেসে সবার কাছে থাকবেন; চা-খাওয়ার ছলছুতায় বিপদে ফেলবেন না। পিছনচলার নীতিকে পেছনে ফেলে সবাই সামনে এগিয়ে যাক--- এই কামনা করি ।

১৪২১-এ যা হবার তা হয়ে গেছে। পুরানো বছরের ভুল ভ্রান্তি ভেবে আর লাভ নেই; আর যেন ভুল না হয়---শান্তির বার্তা নিয়ে আসুক নববর্ষ--- এই কামনা করি ।

বিষয়: বিবিধ

১০৩৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314894
১৪ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:০৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আপনাকে নববর্ষের শুভেচ্ছা স্যার। দেখতে দেখতে চলে গেলো আরো একটি বছর। Sad Sad
১৫ এপ্রিল ২০১৫ সকাল ১০:২২
256097
সুমন আখন্দ লিখেছেন : শান্তির বার্তা নিয়ে আসুক নববর্ষ--- এই কামনা করি ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File