সবাই এখন

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৯ এপ্রিল, ২০১৫, ১০:৪৫:০৫ সকাল

সবাই এখন সাবধানে চলে

এভয়েড করে, এড়িয়ে চলে

দৃষ্টি এড়ায়

বৃষ্টি এড়ায়

কথা এড়ায়

প্রশ্ন এড়ায়

সবাই এখন এড়িয়ে চলে

এড়ানোর জন্য মিথ্যা বলে

ক্যামেরা এড়ায়

কলম এড়ায়

তর্ক এড়ায়

সত্য এড়ায়

এড়াএড়ির অন্যরকম খেলা

চুম্বকে চুম্বকে বিকর্ষনের ঠেলা

আকর্ষণও আছে

চোরেরা চোরেরা কাছে

ডাকাতেরা অনায়াসে

রসুনের কোয়া হয়ে আছে

সবাই এখন দারুন কনশাস

এবং কনশাসলি আনকনশাস!

বিষয়: সাহিত্য

৮৯৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313892
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:১৮
হতভাগা লিখেছেন :
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:১৩
254911
সুমন আখন্দ লিখেছেন : সুন্দর হয়েছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File