সুখবর

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৫ এপ্রিল, ২০১৫, ১২:৪০:১৮ দুপুর



দুধের ওলান ব্যথা করছে

বাছুর-মরা গাভীর মতো হাম্বিয়ে লাভ নেই;

এখনও তিনবেলা তিন-মুঠো খেয়ে বেঁচে আছি

এখনও বউ-বাচ্চার সাথে ঘুমাতে পারছি

এতেই হাজার শোকর!

এখনও পুলিশ হাত-পা বেঁধে নিয়ে যায় নি,

এখনও ইলিয়াস আলীর মত গুম হয়ে যাই নি

এটাই ভাল খবর!

আশার বেলুন দিনে দিনে চুপসে যাচ্ছে

গাল ফুলিয়ে থেকে লাভ নেই;

এখনও বিটিভির মতো টিভিগুলো দেখতে পাচ্ছি

এখনও জনকন্ঠমার্কা পত্রিকাগুলো পড়তে পারছি

এখনও এসবি এসে তুলে নিয়ে যায় নি,

এখনও সালাউদ্দিনের মত নিখোঁজ হয়ে যাই নি

এটাই শুভ সংবাদ!

এখনও হাতে হাতকড়া পড়েনি

এখনও কেউ কলার ধরে 'শালা' বলেনি

এখনও বুটের তলায় পিস্ট হইনি

এখনও সাগর-রুনীর মতো ঘরে বসেই খুন হই নি

এখনও পেট্রোল-বোমায় রোস্ট হইনি

এখনও চুয়ান্ন-ধারায় লকাপে যাইনি

এখনও মাহমুদুর রহমানের মত গ্রেফতার হইনি

এটাই সুখবর!

দুধের ওলান ব্যথা করছে

বাছুর-মরা গাভীর মতো হাম্বিয়ে লাভ নেই;

এখনও তিনবেলা তিন-মুঠো খেয়ে বেঁচে আছি

এখনও বউ-বাচ্চার সাথে ঘুমাতে পারছি

এতেই হাজার শোকর!

এখনও পুলিশ হাত-পা বেঁধে নিয়ে যায় নি,

এখনও ইলিয়াস আলীর মত গুম হয়ে যাই নি

এটাই ভাল খবর!

আশার বেলুন দিনে দিনে চুপসে যাচ্ছে

গাল ফুলিয়ে থেকে লাভ নেই;

এখনও বিটিভির মতো টিভিগুলো দেখতে পাচ্ছি

এখনও জনকন্ঠমার্কা পত্রিকাগুলো পড়তে পারছি

এখনও এসবি এসে তুলে নিয়ে যায় নি,

এখনও সালাউদ্দিনের মত নিখোঁজ হয়ে যাই নি

এটাই শুভ সংবাদ!

এখনও হাতে হাতকড়া পড়েনি

এখনও কেউ কলার ধরে 'শালা' বলেনি

এখনও বুটের তলায় পিস্ট হইনি

এখনও সাগর-রুনীর মতো ঘরে বসেই খুন হই নি

এখনও পেট্রোল-বোমায় রোস্ট হইনি

এখনও চুয়ান্ন-ধারায় লকাপে যাইনি

এখনও মাহমুদুর রহমানের মত গ্রেফতার হইনি

এটাই সুখবর!

বিষয়: সাহিত্য

৮০৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313041
০৫ এপ্রিল ২০১৫ দুপুর ০২:১১
গাজী সালাউদ্দিন লিখেছেন :
এখনও হাতে হাতকড়া পড়েনি

এখনও কেউ কলার ধরে 'শালা' বলেনি


কেন সেদিনতো বললেন, সবি শালা সুমনের ইয়ার্কি!!!!! কে না বললে শালা হলেন কেমন করে?
০৬ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:২৬
254273
সুমন আখন্দ লিখেছেন : আসলেই তো! আপনি দেখি সিরিয়াস পাঠক ভাই
313042
০৫ এপ্রিল ২০১৫ দুপুর ০২:১৪
মোঃজুলফিকার আলী লিখেছেন : অনেক দিন পর ব্লগে ঢুকলে পেরে আনন্দিত। ধন্যবাদ আপনার সুন্দর লেখার জন্য। ওহ! ভাল লাগলো।
০৬ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:২৮
254274
সুমন আখন্দ লিখেছেন : খোয়াব ছাড়া কিছু তো নাই, তাই এটাই দেখি
313060
০৫ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:০১
আশাবাদী যুবক লিখেছেন : মজার
০৬ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৩২
254275
সুমন আখন্দ লিখেছেন : keep enjoying dear

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File