আইডিয়াটা কেমন
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৬ মার্চ, ২০১৩, ১২:১৫:১১ দুপুর
হুগো শ্যাভেজ মাত্র আটান্নতে মারা গেছেন! এটা মানা যায় না, এরকম গাট্টাগুট্টা-স্মার্ট মানুষ খুব কম জন্মায়। জীবদ্দশায় তিনি যেভাবে সারা পৃথিবী দাবড়ে বেরিয়েছেন, আমার মনে হয় তাঁর আত্মা ঈশ্বরের কাছে যাবার আগে আরও কিছুদিন এ নশ্বর পৃথিবীতে থাকবে। একটা আইডিয়া মাথায় এলো, ঢাক-ঢোল পিটিয়ে একটা প্লানচেট করে যদি তাঁর আত্মাটাকে আমাদের শাহবাগী-ইমরান ভাইয়ের ভিতরে স্থাপন করা যায়- তাহলে আমাদের আরও মঙ্গল। 'এক ডায়না আর এক ডাইনী'র দেশে শ্যাভেজ আসলে, আমরা যারা তৃতীয় শক্তির কথা ভাবছিলাম তাদের ষোলকলা পূর্ণ হয়। তবে এজন্য তাকে অবশ্যই জয় বাংলার সাথে 'বাংলাদেশ জিন্দাবাদ' বলার অভ্যাস করতে হবে। আইডিয়াটা কেমন? আমার মনে হয় আর কেউ এখনও তদবির করা শুরু করে নাই, আমরাই পাওনিয়ার <:-P
বিষয়: বিবিধ
১০৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন