বাংলাদেশ
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৬ মার্চ, ২০১৫, ১০:৫৫:২২ সকাল
প্রতিবার যেমন আসি, এবারও খুব সকালে আসলাম ক্যাম্পাসে; এসে জানলাম--বাচ্চাদের বিষয়ভিত্তিক কবিতা-প্রতিযোগিতা হবে। বাসায় যেতে যেতে দুটো-লাইন, সহজাকে নাস্তা করাতে করাতে দুটো-লাইন, এবং রেডি করাতে করাতে শেষ দুটো-লাইন, মোট ছয় লাইনের ছড়া লিখে ফেললাম।
বাংলাদেশ
বাংলাদেশ তোমার আমার
সোনার বাংলা সব জনতার,
হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খৃশ্চান
সবাই বাংলা মায়ের সন্তান
দুঃখ পেলে কাঁদি, একসাথে হাসি
বাংলাদেশকে সবাই ভালোবাসি
মিনি-অডিটরিয়ামের মঞ্চে উঠে বাবার লেখা ছড়াটা ভুলে গেলো বেচারা; ও কাদোকাদো গলায় আমার গলা ধরে বললো, 'বাবা আমি পারলাম না। ওকে সান্তনা দিলাম-- ব্যাপার না মা! আমিও পারতাম না, এখন পারি। তুমিও নিশ্চয়ই পারবে। ও খুব খুশি হলো-
বিষয়: বিবিধ
৮৬৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন