দরদী পিতা
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৮ ডিসেম্বর, ২০১৪, ০১:৪৯:৫৯ দুপুর
দশের দরদী পিতা
কেটে যান গজফিতা
লাল ফিতা নীল ফিতা
কাটাকুটি কাজ
হাসি হাসি ছবিগুলো
মুখে ভরা লাজ
ভাবেসাবে মহাজন
বারো হাত বহরে
পাছাতলে দামী গাড়ি
ঘুরে সারা শহরে
রোযা রেখে ঘুষ খান
দূদকের ঢুষ খান
ঝাল খান টক খান
লজেন্স চুষে খান
মুড যেই ব্যাড হয়
সকলেরে দুষে যান
মাছটাছ বেছে খান
প্রিয় মাছ ইলিশ
এমনিতে বাংলা
রেগে গেলে ইংলিশ!
বিষয়: সাহিত্য
১০৪৮ বার পঠিত, ১ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন