যাচ্ছি কিন্তু যাচ্ছি না
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৭ ডিসেম্বর, ২০১৪, ০৮:৩৯:০০ সকাল
মুনজুরুল করিমের 'যাচ্ছি কিন্তু যাচ্ছি না' বলার স্টাইলটা বেশ! উপস্থাপনায় নিজস্ব একটা ভঙ্গি বের করেছেন তিনি।
ট্রাকসেল নিয়ে 'তালাশ' দেখলাম গতরাতে। পর্বটি দারুন লাগলো! আমার তো মনে হয়, এখানে শুধু রায় বাবু নয় খোদ খাদ্যমন্ত্রীও জড়িত আছে। যে লোকের মুখ দিয়ে এত দুর্গন্ধযুক্ত কথা বের হয়, তার কাজ দুর্গন্ধযুক্ত না হয়ে পারে না!
বিষয়: বিবিধ
১০৩৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন