তুমি থাকবে জিয়াউর রহমান
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৩ নভেম্বর, ২০১৪, ০৯:০৫:০৬ সকাল
পলিমাটিরদেশ থাকবে যতদিন কৃষিপ্রধান
মাঠে মাঠে দুলবে পাকা ধান
তুমি থাকবে জিয়াউর রহমান!
থাকবে যতদিন মাটি এবং মা সমান
স্বাধীনতার নীল আসমান!
তুমি থাকবে জিয়াউর রহমান!
তুচ্ছ করে যতদিন নিজের প্রাণ
বাংলাদেশীরা রাখবে দেশের মান
তুমি থাকবে জিয়াউর রহমান!
বিল-নদী-খাল যতদিন প্রবাহমান
তুমি থাকবে মিশে
সারাদেশে ধানের শীষে
বীরোত্তম জিয়াউর রহমান!
বিষয়: সাহিত্য
৯৬৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন