বলুন তো কে উনি?
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০২ মার্চ, ২০১৩, ০৩:৫৪:২৫ দুপুর
উনার ঘরে মোজাইক মেঝে
দেশের মাটি পায় লাগে না
উনার হৃদয় রড-সিমেন্টের
দেশপ্রেম তাই জাগে না,
উনার কথায় চলে পুলিশ
ফুলের টোকা গায় লাগে না
উনার রুমে এরকন্ডিশন
দেশের বাতাস ভাল্লাগে না!
কারেন গেলে উনার আছে
রিচার্জ করা আইপিএস
উনার আছে চালক, পিওন
শাড়ি পড়া ম্যাম পিএস;
উনার আছে অনেক টাকা
ফরেন ব্যাংকে ডিপিএস
সুইট পিএস আগেই ছিল
লাগবে স্লিম এপিএস!
বিষয়: বিবিধ
১০৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন