লালন আমাকে লালন করছে
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৭ অক্টোবর, ২০১৪, ০৮:২৩:২৯ সকাল
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও লালনের গানে প্রভাবিত হয়েছিলেন; লালন আমাকে লালন করছে সেই ছোটবেলা হতে---চেতনে/অবচেতনে লালনগীতি গেয়ে উঠি আমি। এ গানে শেকড়ের ডাক শুনেছি---
একবারও লালনগীতি গাননি এমন শিল্পী নাই মনে হয় বাংলাদেশে--- কিরন চন্দ্র রায় এবং ফরিদা পারভীনের কন্ঠে লালনগীতি ভিন্নমাত্রা পায়; আনুশেহ আনাদিল, অরূপ রাহী, লালন ব্যান্ডের সূমী, ক্লোজ-আপ তারকা রিংকু দেশে অত্যন্ত জনপ্রিয় লালন সঙ্গীত শিল্পি। এখানে আমার কয়েকটি প্রিয় গান তুলে দিলাম, বলে রাখি---এর বাইরের লিস্টটা আরও লম্বা!
01
সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে
পাবিরে অমূল্য নিধি বর্তমানে
ভজ মানুষের চরণ দুটি
নিত্য বস্তু হবে খাঁটি
মরিলে সব হবে মাটি
ত্বরায় এই ভেদ লও জেনে
শুনি ম'লে পাবো বেহেস্তখানা
তা শুনে তো মন মানে না
বাকির লোভে নগদ পাওনা
কে ছাড়ে এই ভুবনে
আচ্ছালাতুল মেরাজুল মোমেনীনা
জানতে হয় নামাজের বেনা
বিশ্বাসীদের দেখাশুনা
লালন কয় এই ভুবনে!
02
সময় গেলে সাধন হবে না
দিন থাকতে দ্বীনের সাধন কেন জানলে না
তুমি কেন জানলে না
সময় গেলে সাধন হবে না
(জানো না মন খালে বিলে
থাকে না মিল জল শুকালে)
কি হবে আর বাধন দিলে
মোহনা শুকনা থাকে, মোহনা শুকনা থাকে, মোহনা শুকনা
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না
অসময়ে কৃষি করে মিছে মিছি খেটে মরে
গাছ যদি হয় বীজের জোরে ফল ধরে না
তাতে ফল ধরে না, ফল ধরে না, তাতে ফল ধরে না
সময় গেলে সাধন হবে না
অমাবস্যায় পূর্নিমা হয়
মহা জোগ সে দিনের উদয়
লালোন বলে তাহার সময়
দনডো রয় না, দনডো রয় না
সময় গেলে সাধন হবে না
দিন থাকতে দ্বীনের সাধন কেন জানলে না
সময় গেলে সাধন হবে না
03
তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলেম না
দেখেছি রুপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে
সুজনের সঙ্গে হবে দেখাশুনা
... তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইলোনা।
সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে
মরমে জলছে আগুন আর নিভেনা
আমায় বললে বলুক লোকে মন্দ বিরহে আর প্রাণ বাঁচেনা।
পথিক কয় ভেবো নারে ডুবে যাও রুপসাগরে
বিরলে বসে করো যোগসাধনা
একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিওনা
04
জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা
সত্য কাজে কেউ নয় রাজি
সবি দেখি তা না-না-না।।
আসবার কালে কি জাত ছিলে
এসে তুমি কি জাত নিলে,
কি জাত হবা যাবার কালে
সে কথা ভেবে বল না।।
ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি
এক জলেই সব হয় গো শুচি,
দেখে শুনে হয় না রুচি
যমে তো কাকেও ছাড়বে না।।
গোপনে যে বেশ্যার ভাত খায়,
তাতে ধর্মের কি ক্ষতি হয়।
লালন বলে জাত কারে কয়
এ ভ্রম তো গেল না।।
05.
খাঁচার ভিতর অচিন পাখী কেমনে আসে যায়।
ধরতে পারলে মন-বেড়ী দিতাম তাহার পায়।।
আট কুঠুরী নয় দরজা আঁটা
মধ্যে মধ্যে ঝরকা কাটা
তার উপরে সদর কোঠা
আয়না-মহল তায়।।
কপালে মোর নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার
খাঁচা খুলে পাখী আমার
কোন বনে পালায়।।
মন, তুই রইলি খাঁচার আশে
খাঁচা যে তোর তৈরী কাঁচা বাঁশে
কোনদিন খাঁচা পড়বে খসে
লালন কেঁদে কয়।।
লালন কয় খাঁচা খুলে
সে পাখী কোনখানে পালায়।।
বিষয়: বিবিধ
১২২৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হ্যা, রবীন্দ্রণাথের অনেক গানেই লালনের প্রবল প্রভাব লক্ষ্যণীয়।
এই গানটি শুনুন। সুরটা যেনো কেমন লালন লালন মনে হয়।
সে পাখী কোনখানে পালায়।।
দিন থাকতে দ্বীনের সাধন কেন জানলে না
মন্তব্য করতে লগইন করুন