একটি প্রায়-পরাবাস্তব পোয়েম (না বুঝলে আওয়াজ দিয়েন, বুঝলে মুচুমুচু হাসি দিয়েন!)
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৬ অক্টোবর, ২০১৪, ১০:১৩:০৫ সকাল
একটি প্রায়-পরাবাস্তব পোয়েম
(না বুঝলে আওয়াজ দিয়েন, বুঝলে মুচুমুচু হাসি দিয়েন!)
টুঙ্গিপাড়ার টপ সিক্রেটগুলো টাঙ্গাইলবাসীদের সামনে টাঙাইতে গিয়ে
অনেকগুলো অদৃশ্য দৃশ্য, ঘাসফড়িং, গরু-গন্ডার এ-নিয়ে ও-নিয়ে
অতর্কিতে লতিফ মামুর লুঙ্গি ড্যান্স করতে শুরু করলো
নিউইয়র্কের উল্টানো বিমান হতে কামুক-শামুক নেমে এল
এদিকে মাথার ভেতর উদ্ভট উট ভটভট করে ঘুরছে
আধখাওয়া হাভানা চুরুট তারাদের তাপে পুড়ছে!
লতিফ মামুর ডিশের লাইন কেটে দিয়েছে লতিয়ে ওঠা রানীকার
দেশলাইয়ের সানাই অকস্মাত কুপোকাত -- এক প্রকার
অসাবধানতার ডিম ফুটে বাচ্চা বেরুলো
ডাইনোসরের বাচ্চা ওর বাপেরে খাইলো
লতিফ মামু ডিসমিস
আঙুরের মুখ শুকাইয়া কিসমিস
বাতাসের আগা, রোদের গুড়ি আর মরা-মানুষের বায়ু--প্রেসক্রিপসনে লেখা ছিলো
ঘুনে ধরা নৌকা হাওয়ায় উড়াল দিলো
টুঙ্গিপাড়ার টপ সিক্রেটগুলো টাঙ্গাইলবাসীদের সামনে টাঙাইতে গিয়ে
অনেকগুলো অদৃশ্য দৃশ্য, ঘাসফড়িং, গরু-গন্ডার এ-নিয়ে ও-নিয়ে
অতর্কিতে লতিফ মামুর লুঙ্গি ড্যান্স করতে শুরু করলো
নিউইয়র্কের উল্টানো বিমান হতে কামুক-শামুক নেমে এল
এদিকে মাথার ভেতর উদ্ভট উট ভটভট করে ঘুরছে
আধখাওয়া হাভানা চুরুট তারাদের তাপে পুড়ছে!
লতিফ মামুর ডিশের লাইন কেটে দিয়েছে লতিয়ে ওঠা রানীকার
দেশলাইয়ের সানাই অকস্মাত কুপোকাত -- এক প্রকার
অসাবধানতার ডিম ফুটে বাচ্চা বেরুলো
ডাইনোসরের বাচ্চা ওর বাপেরে খাইলো
লতিফ মামু ডিসমিস
আঙুরের মুখ শুকাইয়া কিসমিস
বাতাসের আগা, রোদের গুড়ি আর মরা-মানুষের বায়ু--প্রেসক্রিপসনে লেখা ছিলো
ঘুনে ধরা নৌকা হাওয়ায় উড়াল দিলো
বিষয়: সাহিত্য
৮৮৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এত্তদিন পর!!!!!
মুচুমুচু হাসি দিলে-
কোন্ ধারায় যেন মামলা হয়
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
গরহাজিরির কাযা আদায় হবে নাকি??
মন্তব্য করতে লগইন করুন