আমি কবিতা লিখতে জানি না

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৬ জুলাই, ২০১৪, ১০:০৩:৪৫ রাত



কবিতা করবে জীবনের গান

কবিতা দিবে মজা ও ফান!

কবিতায় থাকবে মাটি

ছন্দে-সুরে হাঁটাহাটি

এমন কিছু লিখতে পারলাম না

আমি কবিতা লিখতে জানি না!

কবিতা লিখেছেন বড়ুচন্ডী, কানাহরি, মুকুন্দরাম, আলাওল

জয়দেব, গরিবুল্লাহ, ঈশ্বরচন্দ্র, মধূসুদন, রবীন্দ্র, নজরুল

কবিতায় থাকবে আগুন

উপমা-রূপকের ফাগুন

এমন কিছু লিখতে পারলাম না

আমি কবিতা লিখতে জানি না!

লিখে গেছেন বুদ্ধদেব, জীবনানন্দ, শক্তি, সুভাষ, শামসুর

সুধীন্দ্রনাথ, জয়গোস্বামী, আল-মাহমুদের লেখায় কত সুর

কবিতায় থাকবে বাতাস

অলঙ্কার-অনুপ্রাসের আকাশ

এমন কিছু লিখতে পারলাম না

আমি কবিতা লিখতে জানি না

সুকান্ত, সুকুমার, শঙ্খ, সুনীল, নীরেন্দ্র, দিলওয়ার- এরা পূর্বসূরী

সমীর, মহাদেব, নির্মলেন্দু, হেলাল হাফিজ- এরা যোগ্য উত্তরসূরী

কবিতায় থাকবে পানির ছলাৎ

মাত্রা-মিলের বিয়ে অকস্মাৎ

এমন কিছু লিখতে পারলাম না

আমি কবিতা লিখতে জানি না!

বিষয়: সাহিত্য

১১০২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

242386
০৬ জুলাই ২০১৪ রাত ১১:১১
মেঘ ভাঙা রোদ লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... Rose Rose Rose Rose
242390
০৬ জুলাই ২০১৪ রাত ১১:৩১
প্যারিস থেকে আমি লিখেছেন : কি চমৎকার লিখার পরও কেও কি বলে আমি কবিতা লিখতে জানিনা। Day Dreaming Day Dreaming Day Dreaming
242419
০৭ জুলাই ২০১৪ রাত ০২:৫২
সুশীল লিখেছেন : স্যার আর ভাঙটি কবিতা লিখবেন না?
242443
০৭ জুলাই ২০১৪ সকাল ০৫:১৬
কথার_খই লিখেছেন : লিখার জন্য যে কোনো বিষয় খূঁজে নেয়া জরুরী বিষয় আমার পছন্দ হয়নি৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File