দুঃস্বপ্ন
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৩ জুলাই, ২০১৪, ০২:১৬:৫০ দুপুর
বউ এবং বাচ্চা বেড়াতে গেছে। একা বাসায় মনটা ভাল লাগছে না বালিশে হেলান দিয়ে শুয়ে ছিলাম, কখন জানি তন্দ্রা এলো। তন্দ্রার মধ্যেই পরপর দুটো ঝাঁকুনি অনুভব করলাম, শব্দ পেলাম সব ভেঙ্গে পড়ছে। আতংকে কয়েকবার নিহত হয়ে এবং অনেক জায়গায় আহত হয়ে নিজেকে টেনে কোনরকমে বাইরে বেরোলাম। আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিল একজন, তার বলিষ্ঠ হাত ধরে মনে সাহস এলো- উঠে দাঁড়াতে দাঁড়াতে আমি দেখলাম আমার প্রিয় ঘরটি পুরো ধ্বসে পড়েছে, দেখলাম আমার পাশের ফ্লাটে যে বিধবা ভদ্রমহিলা থাকতেন ধ্বংসস্তুপের নিচ হতে সে কোলের বাচ্চা নিয়ে বেরোবার চেষ্টা করছে- 'রানা প্লাজা'র কাহিনীর মতো। আমি তাকে সাহায্য করবার জন্য সামনে যেতে চাইলাম কিন্তু নড়তে পারলাম না। পুরো শরীর যেন বিকল হয়ে গেছে। আমাকে যে লোকটি উঠতে সাহায্য করেছিল সে দেখি সুপারম্যান! শূন্যে ডিগবাজি খাচ্ছে, পিছনে তার পতপত পতাকা উড়ছে, তার পা মাটিতে পড়ছে না। সে আমাকে প্রশ্ন করল, 'তোর লাইফ-সিম্বল বল?' তুই সম্বোধন শুনে আমার ভাল লাগলো না, নিরুত্তর থাকলাম। সে এবার গলা চড়িয়ে বলল, 'শুনতে পাস নি! লাইফ-সিম্বল বল?' আমার শরীর অকেজো, তবু দাঁতে দাঁত চেপে গোয়ারের মত বললাম- 'আমার কোন লাইফ-সিম্বল লাগে না, আমি বাংলাদেশী- এটাই আমার পরিচয়!' সুপারম্যান আমার চারপাশে একটা চক্কর দিয়ে বল্ল, 'যাদের লাইফ-সিম্বল নৌকা নয়, তাদেরকে উদ্ধারের নির্দেশ নেই'- এই বলে সে আমাকে টানতে টানতে একটা পড়ে যাওয়া পিলারের নিচে চাপা দিয়ে উড়ে চলে গেল। আমার পিঠে 'রানা প্লাজা'র ভার- সামনে দিগন্ত বিস্তৃত ধ্বংসস্তুপ। আকাশে উড়ছে অনেক সুপারম্যান। আমার ঘুম ভাঙল- পুরোটাই স্বপ্ন! ঘড়িতে দশটা বাজে-- এত বেলা পর্যন্ত কোনদিন সুস্থাবস্থায় ঘুমিয়েছি- মনে পড়ে না।
বিষয়: বিবিধ
৭৮৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন