ছাগু প্রগু দুই ভাই

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৩ জুন, ২০১৪, ১০:৫৪:১৮ সকাল

ছাগু প্রগু দুই ভাই

দেশটা হলো মরা গাই

ছিলছে ছাগু গরুর ছাল

প্রগু ধরায় চুলোর জ্বাল

গোশের ঝোলে চুলোর ছাই

কাল যা ছিলাম আজো তাই।

প্রগু করে সাতটা খুন

ছাগু চিবায় পান ও চুন

মরা গরুর চিন্তা নাই

শেয়াল-শকুন ভাই-ভাই।

মরা-গরুর মুখে হাসি

দাঁত ধারায় দামড়া-খাসি

ছাগু প্রগু দুই ভাই

দেশটা হলো মরা গাই

ছাগু বলে খেয়ে যাই

প্রগু বলে লয়ে যাই!

বিষয়: সাহিত্য

৭৪১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

237829
২৩ জুন ২০১৪ সকাল ১১:১৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৩ জুন ২০১৪ সকাল ১১:২৯
184387
সুমন আখন্দ লিখেছেন : Waiting Praying
237832
২৩ জুন ২০১৪ সকাল ১১:২৯
জোনাকি লিখেছেন : দেশটা হলো মরা গাই Broken Heart
237839
২৩ জুন ২০১৪ সকাল ১১:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমরা সবাই এখন তাই.............
237846
২৩ জুন ২০১৪ দুপুর ১২:০৪
egypt12 লিখেছেন : তবে আমরা কেন বসে ভাই
চলেন আমরা কিছু খাই Angel

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File