ছাগু প্রগু দুই ভাই
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৩ জুন, ২০১৪, ১০:৫৪:১৮ সকাল
ছাগু প্রগু দুই ভাই
দেশটা হলো মরা গাই
ছিলছে ছাগু গরুর ছাল
প্রগু ধরায় চুলোর জ্বাল
গোশের ঝোলে চুলোর ছাই
কাল যা ছিলাম আজো তাই।
প্রগু করে সাতটা খুন
ছাগু চিবায় পান ও চুন
মরা গরুর চিন্তা নাই
শেয়াল-শকুন ভাই-ভাই।
মরা-গরুর মুখে হাসি
দাঁত ধারায় দামড়া-খাসি
ছাগু প্রগু দুই ভাই
দেশটা হলো মরা গাই
ছাগু বলে খেয়ে যাই
প্রগু বলে লয়ে যাই!
বিষয়: সাহিত্য
৭৪১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চলেন আমরা কিছু খাই
মন্তব্য করতে লগইন করুন