তুমি মা কল্পতরু আমরা সব পোষা গরু
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২০ জুন, ২০১৪, ১০:২৭:০৯ সকাল
মধ্যযুগের অবসান ও আধুনিক যুগের সূচনার যুগসন্ধিকালের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২-১৮৫৯ খ্রীষ্টাব্দ) মহারানী ভিক্টোরিয়াকে উদ্দেশ্য করে লিখেছিলেন-
তুমি মা কল্পতরু
আমরা সব পোষা গরু
ভুষি পেলে খুশি হই মা
ঘুষি খেলে বাঁচবো না!
এটি একটি ইঙ্গিতপূর্ণ পদ্য। হয়তো তৎকালীন ঘুমন্ত জাতিকে জাগানোর জন্য কবি এমনটি বলেছিলেন। কিন্তু বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে্ এ কয়টি লাইন এত প্রাসঙ্গিক; কেমনে কি?
বিষয়: রাজনীতি
৩৪৩৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভুষি নাই কিন্তু শুধু ঘুষি খেয়েই অনেকে বন্দনা করছি।
মন্তব্য করতে লগইন করুন