আমার মেয়ে দিনে দিনে চিত্রশিল্পী হয়ে উঠছে
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৭ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৫৮:৪৪ সকাল
আমার মেয়ে দিনে দিনে চিত্রশিল্পী হয়ে উঠছে। চিত্রাংকন প্রতিযোগিতায় সহজা মা-মনির তৃতীয়বারের মত পুরুস্কারপ্রাপ্তি সেরকম ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস-২০১৪ উদযাপন পর্ষদের আয়োজনে সে শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে তৃতীয় স্থান অধিকার করে। গত মঙ্গলবার ২৫/০২/২০১৪ তারিখ বিকেল তিনটায় পুরুস্কার তুলে দেন শাবিপ্রবি'র ভিসি মহোদয়। একটি সনদপত্র ছাড়াও দুটো দারুন বই পেয়েছে সে। ওর আনন্দ দেখে দারুন লাগছে। আহা কি আনন্দ!
বিষয়: বিবিধ
৯৮৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সমস্যা নেই আমিই দিচ্ছি আপনার মেয়েকে পুরুস্কার
এই নাও খোকামনি তোমার পুরুস্কার
মন্তব্য করতে লগইন করুন