একুশ তুমি একাত্তর হয়েছ অনেকদিন হল; এবার বল এক হবে কবে
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:২১:১৫ সকাল
দেখে দেখে মনে হচ্ছে- প্রভাতফেরি আর থাকছে না। এখন বারোটা-এক মিনিটের কালচার শুরু হয়েছে। বাঙালীর ভোর শুরু হয় মোরগ-ডাকা ভোরে; আর চোরের কাজ শুরু হয় গভীর রাতে। আমরা এখন গভীর রাতের দিকে যাচ্ছি, তবু আশায় বুক বেঁধে আছি- 'রাত যত গভীর হয়, সকাল তত কাছে আসে'-এই ভাবনায়।
একুশ তুমি একাত্তর হয়েছ অনেকদিন হল
এবার বল এক হবে কবে?
বিষয়: বিবিধ
১০১০ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যা চলছে তা প্রতারনা ছাড়া কিছূই নয়।
মন্তব্য করতে লগইন করুন