ভাংতি কবিতা
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২০ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:০৭:৫৭ সন্ধ্যা
হোমো স্যাপিয়েন্স-১
আমার ভেতরেও কেমিস্ট্রি কাজ করে
আর দশজনের মত
আমারও মনাকর্ষণ শক্তি আছে!
আমিও মানি লজিক অব সায়েন্স,
তোমাদের মত আমিও তো হোমো-স্যাপিয়েন্স!
হোমো-স্যাপিয়েন্স-২
অন্যের দোষটাকে ছাই দিয়ে ধরি
নিজের দোষটাকে অবহেলা করি
জাস্ট লাইক ননসেন্স!
কারন আমি হোমো-স্যাপিয়েন্স!
বিষয়: সাহিত্য
৭৬৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন