RAB-এর বুজরুকি কল্পকাহিনী এখন যৌথবাহিনীর উপর ভর করেছে
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৭ জানুয়ারি, ২০১৪, ১১:১৫:১১ সকাল
RAB-এর বুজরুকি কল্পকাহিনী এখন যৌথবাহিনীর উপর ভর করেছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে একযোগে চলছে বড়পর্দার ছোটফিল্ম! ছোটগল্পটা এরকম- গ্রেফতারকৃত একজন/দুইজনকে নিয়ে অভিযান পরিচালনার সময় প্রতিপক্ষের সাথে বন্দুকযুদ্ধ হয়, এ সময় আসামী পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং গোলাগুলির মধ্যে পড়ে বেচারা প্রাণ হারায়। দু/একটি ক্ষেত্রে গল্পটি একটু চেঞ্জ হয়, আসামীকে গুরুতর আহত অবস্থায় নিকটস্থ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থল হতে উদ্ধার হয় পাইপগান, বিটিশ আমলের গাদাবন্দুক, কার্তুজ এবং গাঁজার কলকি।
মজার ব্যাপার হল, প্রতিটা বন্দুকযুদ্ধই হচ্ছে রাতের অন্ধকারে এবং এখানে কোন প্রত্যক্ষদর্শী থাকছে না। এভাবে প্রতিদিন পরিকল্পিতভাবে ক্রসফায়ারের নামে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করা হচ্ছে। এবং বাংলাদেশের গণতন্ত্র সুসংহত হচ্ছে!!
রাজাকার নিধনে নেমেছেন আমাদের রানীকার। ভালো কথা, কিন্তু এদেরকে বিচারের আওতায় এনে মারলে ভাল হত না? স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বানিয়ে পুরোদেশকে বিভক্ত করে ফায়দা তুলছেন উনি এবং তামাশার নির্বাচন করে দেখিয়েছেন, এদেশের কোথাও কোথাও স্বাধীনতার পক্ষে ০% মানুষ, অনেক জায়গায় এই হারটি ১-৫%, ব্যাপক জালিয়াতির পরও খোদ ঢাকা শহরে ১৫%-এর নজির আছে। নজিরবিহীন নির্বাচন কমিশনের তথ্যটাও যদি সত্যি ধরে নেই তাহলেও স্বাধীনতার পক্ষে ৪০% মানুষ। আসলে কি তাই! আমি জানি এবং আরও দশজন লোক জানেন ৯৯.৯৯৯৯৯৯৯৯৯% মানুষ বাংলাদেশী বাঙালী। হাতে গোনা যে কয়জন আছে (এরা বিভিন্ন দলে মিশে আছে, জামায়াত ইসলামে বেশি আছে; আওমী লীগে কম আছে- কিন্তু আছে)এরা তো চিহ্নিত! এদের বিচার সম্পন্ন করা গেলে সংখ্যাটা ১০০% হয়ে যাবে। সেটা কি বর্তমান সরকার চায়? চাইলে রাতের আঁধারে মানুষ খুন করা বন্ধ করুন! দিনের আলোয় বিচার করুন- সাদাকে সাদা, কালোকে কালো বলতে এত দ্বিধা কেন?
বিষয়: বিবিধ
৯২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন