নির্বাচনের গান
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৬ জানুয়ারি, ২০১৪, ০৭:২৬:৫২ সন্ধ্যা
একাত্তরের মত 'জয় বাংলা' এখন আর আপামর জনসাধারণের স্লোগান নয়, এটি একটি বিচ্যুত/বিপথগামী/ভারতের পা-চাটা দলের জয়ধ্বনী মাত্র। ২০১৩-তে এসে জয়-বাংলা বললেই আর কেউ আগে বাড়বে না, বরং বিপথগামীতার ভয়ে পিছিয়ে যাবে। তাই বাংলাদেশ জিন্দাবাদ না বললেও 'জয় বাংলাদেশ' তোমাদের বলতেই হবে, তা নাহলে গতি নেই! আহা! হা! হা! যাহোক, 'নজিরবিহীন' নির্বাচন নিয়ে অনেকেই অনেক কিছু লিখেছেন, আমি একটা গান বেঁধেছি-- অবশ্য সুর করে শোনাতে পারলে ভাল লাগত, সে উপায় আপাতত দেখছি না- তাই কষ্ট করে পড়ুন-
দেখে যারে বিশ্ববাসী দেখে যারে।।
দেখে যারে বিশ্ববাসী মানুষ মারার খেলা
নিদারুন জমেছে ভোটের মেলা!
কি দারুন জমেছে ভোটের মেলা!
আর্মি-পুলিশ গুলি করে
মরতেছে জনগন!
হাত উঠিয়ে দোয়া করি
তারা যেন বেহেস্ত পান।।
বেহেস্তবাসী হতে হলে বেহেস্তবাসী
বেহেস্তবাসী হতে হলে
মুছে ফেল মনের ময়লা//
নিদারুন জমেছে ভোটের মেলা!
কি দারুন জমেছে ভোটের মেলা!
বিষয়: বিবিধ
২৩৪৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন