শাবিপ্রবি ভাল থাকুক
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৪ ডিসেম্বর, ২০১৩, ০৪:৫০:১৪ বিকাল
নৃবিজ্ঞান বিভাগের ক্রীড়া সপ্তাহ শেষ হয়েছে কিন্তু বিক্রিয়া এখনও রয়ে গেছে। কয়েক সপ্তাহ হলো নিয়মিত ব্যাডমিন্টন খেলছি! তাই সন্ধ্যার পরে ডি-বিল্ডিংএ যাই, ঢুকতেই এমন পাগলকরা হাস্নাহেনার ঘ্রাণ! পাগলের মত আমার মনে হয়- এখানেই আমার কবর হোক! মাঝে দুইদিন গেটে তালা দিয়েছিল একটি ছাত্রসংগঠন, তাই আর হাস্নাহেনার ঘ্রাণ নেয়া হয় নি। গতকাল সন্ধ্যায় পেলাম সাইকেল পোড়া- বাইক পোড়া গন্ধ! কে বা কারা এ ঘৃণ্য কাজ করল জানি না। যারাই করুক এ ধরণের জ্বালাও-পোড়াও সহিংসতায় ধিক্কার জানানোর ভাষা আমাদের সকলের জানা উচিত। বুঝিনি-চিনিনি বলে দায় এড়িয়ে গেলে সে খেসারত আবার আগামীতে দিতে হবে নিশ্চিত। সারাদেশে যা চলছে তার প্রভাব ভার্সিটিতে পড়ছে বলে যারা যুক্তি দিবেন, তাদেরও বলতে পারি, ভার্সিটির প্রতি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা অন্যরকম! এখানে সবাই জ্ঞানী-গুনীজন; যেখানে সবাই সভ্য সেখানে অসভ্যতা হয় কি করে? এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা হোক! শাবিপ্রবি ভাল থাকুক!
বিষয়: বিবিধ
৮৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন