সখি তোমরা প্রেম করিও না! প্রীত ভাল না
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৩ ডিসেম্বর, ২০১৩, ০৩:৪৯:৪১ দুপুর
"কাম হইতে প্রেমের উদয়
কাম হইলে প্রেম থাকে না"
কি সহজ কথা বলেছেন সরলার স্বামী
এত সহজ করে বলতে পারব কি আমি?
পারব না জানি, পারলে তো পারতামই
সহজার বাপ হয়েছি খালি খালি
শার্টের নিচেই গেঞ্জিতে তালি
লোকে বুঝে গেলেই দিবে গালি।
কালণীর কবি বলে গেছেন-
"সখি তোমরা প্রেম করিও না!
প্রীত ভাল না!"
তবুও কনফিউজড সুমন প্রেম করে
অগোচরে ডরে ডরে
কখন জানি ধরা পড়ে
সেই ভয়ে মরে---
বিষয়: বিবিধ
১১৪২ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন