কারে তুমি গণতন্ত্র বলো, বলো রানীকার
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৮ নভেম্বর, ২০১৩, ০৩:৩১:৫৭ দুপুর
বুটের তলায় মানুষ, বুলেটে ঝাঝরা লাশ
কারে তুমি গণতন্ত্র বলো, বলো ইতিহাস!
রাস্তায় নামলেই পুলিশ, গণগ্রেফতারের ভীতি
কারে তুমি গণতন্ত্র বলো, বলো রাজনীতি!
সরকারী টাকায় জনসভা, ভোটচাওয়া ভাষণ
কারে তুমি গণতন্ত্র বলো, বলো নির্বাচন!
উনি যা বলেন, তা-ই সংবিধান হান্ডেড পারসেন্ট
কারে তুমি গণতন্ত্র বলো, বলো প্রেসিডেন্ট!
নতুন বোতলে নতুন মোড়কে পুরানো পানি কার?
কারে তুমি গণতন্ত্র বলো, বলো রানীকার!
বিষয়: বিবিধ
৯০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন