শাবিপ্রবি'র নৃবিজ্ঞান বিভাগে ক্রীড়া সপ্তাহ চলছে

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৫ নভেম্বর, ২০১৩, ১০:০৮:৫১ সকাল

আমাদের প্রিয় নৃবিজ্ঞান বিভাগে ক্রীড়া সপ্তাহ চলছে। নানান ধরণের খেলায় অংশ নিচ্ছে ছেলেমেয়েরা, একটা অস্থির সময়ে দারুন উৎসব উৎসব আমেজ চলছে; তাই শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও বিভাগে না এসে থাকতে পারলাম না। বুড়ো-বাচ্চা হিসেবে খেলতে গিয়ে একটা ব্যাপার খেয়াল করলাম তারুন্যের স্পিড বেশ! আর আমার বেড়েছে ধৈর্য্য ধরার ক্ষমতা বা অক্ষমতা। বাচ্চাদের উৎসাহ দেয়ার জন্যই সবগুলো ইভেন্টে নাম দিয়েছি আমি। দাবা, ক্যারম, ব্যাডমিন্টন, লুডু, তাস ইত্যাদি খেলাগুলো বেশ উপভোগ করছি, আমি হারলেও খুশি, জিতলেও- কারন আমি আমার শিক্ষার্থীদের কাছে হারছি- ওরা আমার চেয়ে ভাল খেলে জিতছে, এতে আনন্দ আছে!

যারা এই আয়োজনে সময় ও শ্রম দিচ্ছে তাদের সবার জন্য শুভ কামনা। ভাল থেকো বাচ্চারা, সবাইকে ভাল রেখো- আমার সুস্থতার জন্য দোয়া করো!

বিষয়: বিবিধ

৯৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File