এমন অলৌকিক সে পরিবর্তন
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৩ নভেম্বর, ২০১৩, ১০:০৭:২২ রাত
সারাদিন অনেক ঝামেলা শেষ করে এবার বিছানায় যাবার সময় হল! শুয়ে শুয়ে একটা স্বপ্ন সাজাবার চেষ্টা করি এবং এক সময় স্বপ্ন দেখতে শুরু করি---
অগণিত মানুষের মিছিল, গমগম করে উঠছে বাংলাদেশ। দেশ শুধু একজনের হাতে নয়, শুধু যুবকের হাতে নয়, শুধু কৃষকের হাতে নয়, শুধু নারী/পুরুষের হাতে নয়! দেশটা সবার! কবিতার বই ভাঁজ করে বাইরে চলে এলাম। ঢল নেমেছে মানুষের, মুসলিম-হিন্দু-খৃষ্টান-বৌদ্ধ সব মিশেছে এই উদ্দাম স্রোতে। ভাল লাগার ঘোরে আমিও পা বাড়াই, আমি পাখির ঝাঁকের সাথে উড়ে যাচ্ছি, কচুরিপানার মত ভেসে যাচ্ছি- আমি মানুষের মাঝে মিশে যাচ্ছি! কোরাস কন্ঠে আওয়াজ ওঠে- 'গোয়ার্তুমি আর করিস নারে/ পিঠের চামড়া থাকবে নারে!' 'আমরা শক্তি আমরা বল/ তোরা কিসের নেতা বল!' 'আর করিস না খবরদারি/ পালা এবার যে যার বাড়ি!' 'জ্বালো জ্বালো আগুন জ্বালো/ নেতা-খেতার গদিতে, আগুন জ্বালাও একসাথে!' 'দালাল নেতার চামড়া/ তুলে নেব আমরা!' 'একটা-দুইটা দালাল ধর/ সকাল-বিকাল নাস্তা কর!' এমনি অনেক স্লোগানে মুখর বাতাস, বাতাসে বারুদ! মিছিল একসময় পৌছে গেল সংসদভবনের সামনে, উত্তেজনায় কাঁপছে সবাই, আরও উচ্চকিত হল কন্ঠস্বর! যা ভেবেছিলাম তাই, দাঙ্গা পুলিশ-বিজিবি নিয়ে সংসদভবন হতে পাল্টা মিছিল বেরোল। কিন্তু একি! এ যে শান্তির মিছিল! সব সাংসদের কপালে সাদা রুমাল বাঁধা; ওদের কন্ঠে স্লোগান শোনা গেল- "আমরা তোদের মন্দ ভাই/ ভুল শুধরে ক্ষমা চাই!' 'পদ-পদবীর দাবি নাই/ দেশটা সবাই গড়তে চাই!"
বারুদের বুদবুদ মিলিয়ে গেল, বাতাসে এখন দারুন অক্সিজেন! এরপর উৎসব আর উল্লাস, কোলাকুলি, করমর্দন, আনন্দ-আলিঙ্গন, পুরোদেশ আনন্দে মাতোয়ারা। পুলিশ ভাইয়েরা মিস্টি বিতরণ করল, আকাশে রঙ ছড়াল সাজোয়া-বিমান। একটা মিলনমঞ্চ বানানো হল, মাইক্রোফোনটা আমার দিকে এগিয়ে দিল এক যুবক, বগলে ভাঁজ করে রাখা কবিতার বইটার কথা ভুলেই গিয়ে ছিলাম। এবার আমার বোধ হল, বোঁদলেয়ারের অনুবাদগ্রন্থ হতে উচ্চস্বরে পড়তে লাগলাম-
"আর ইতিমধ্যে আমাদের পুরানো জগৎ
সম্পূর্ণ রূপান্তরিত হল,
আর চেনাই যায় না
এমন অলৌকিক সে পরিবর্তন!"
স্বপ্নদেখা শেষ করে আমি এবার আসল ঘুমের আয়োজন করি। টয়লেট সেরে একগ্লাস পানি খাই, জানালার পাল্লাটা আটকে দেই এবং ঘুমিয়ে পড়ি।
বিষয়: বিবিধ
৯৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন