আমার ছোঁড়া তীর আমার দিকেই ফিরে এল

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৯ নভেম্বর, ২০১৩, ১০:৫৯:৩১ রাত

আরও একটি বছর প্রায় শেষ হয়ে এল, আমার ছোঁড়া তীর আমার দিকেই ফিরে এল! এটাকে সবাই তীর দেখলেও আসলে এটি একটি কলম মাত্র! এই কলমের বলপয়েন্টে যা লেখা হয় তা-ই হয়তো কারও কাছে তীর হয়ে যায়, কারো কাছে কামান হয়ে যায়! আমার শুভাকাঙ্ক্ষি যারা, তারা অনেকবার বলেছেন- 'সাবধান! আপনি কিন্তু টার্গেটে আছেন।' সাবধান হতে গিয়ে আমি আরও লিখেছি এবং এই ভেবেছি- আক্রমনই ভাল প্রতিরোধ! যাইহোক, আমি চাই- আমার লেখার জবাব কেউ লেখায় জানাক, তাহলেআমার সুবিধে হয়! যুক্ত-তর্ক-বিতর্ক করব বলেই তো লেখালেখিতে এসেছি! আমি ভাল কিছু লিখতে পারি না, শুধু হাবিজাবি! আমি রোমান্টিক নই, শুধু খোঁচাখুচি! এ অভিযোগ মানছি, এবং মেনে নিয়ে নজরুলের মত বলতে ইচ্ছে করে, "অমর কাব্য তোমরা লিখিয়ো বন্ধু, যাহারা আছো সুখে!"

এখন অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে একজন ঊন-মানুষ (আর রানীকার বল্লাম না!) মনে করছে এদেশের যাবতীয় কিছুতে তার উত্তরাধিকার, এ দেশটা ওয়ারিশসূত্রে পাওয়া, সে এখানে যা খুশি তাই করবে। এখানেই আমার আপত্তি! আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি- কারো একক ভাষণে বা কারো একক ঘোষণায় বাংলাদেশ স্বাধীন হয় নি; সময়ের প্রয়োজনেই কেউ বাগ্মীনেতা, সময়ের প্রয়োজনেই কেউ স্বাধীনতা-ঘোষণাপত্রের পাঠক হয়েছিলেন। আমাদের দূর্ভাগ্য আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে নিম্নবর্গের পাঠ নেই, এখানে শুধু উচ্চবর্গের হুড়াহুড়ি। বিভিন্ন সময় বিভিন্ন লেখার মাধ্যমে সে জায়গাগুলোই পরিস্কার করার চেষ্টা করছি! ভাল লেখক হয়ে উঠিনি বলে, হয়তো সবসময় তা সোজা-সাপ্টা হয় না, বেঁকাতেড়া হয়ে যায়। যারা আমাকে আগে হতে পড়ছেন তাদের মনে আছে কিনা জানি না, পাঁচ বছর আগে যখন দৈনিক বা লিটলম্যাগে লিখতাম- তখন অনেক লেখাই বিএনপির বিরুদ্ধে যেত, কোন কোন সম্পাদক/বিভাগীয় সম্পাদক শঙ্কিত হতেন আমাকে নিয়ে। আবার বিএনপি ক্ষমতায় এলে হয়তো দেখবেন আমি এদের বিরুদ্ধেই লিখছি। বেশ কিছু মানুষ যেমন সবসময় সরকারী দলে থাকতে পছন্দ করে, আবার কিছু মানুষ আছে যারা সবসময় বিরোধী দলে! আপনারা যারা আমার লেখা পড়ে বিব্রত/বিরক্ত তাদের জন্য দুঃখ রইল! বিশেষ করে যারা আমার শিক্ষার্থী আমি তাদের জন্য বেশ ফিল করি, এরা আমাকে কাছ থেকে দেখে, এরা কেউ কেউ মনোকষ্টে ভোগে। এদের উদ্দেশ্যে নজরুলের কবিতার আগের লাইনটা শোনাই, "দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই বলি যাহা আসে মুখে"।

সবাই ভাল থাকবেন, ধৈর্য্য ধরে পড়ার জন্য অনেক ধন্যবাদ!

বিষয়: বিবিধ

১২১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File