বাইরের যুদ্ধের চেয়ে ভেতরের যুদ্ধ কত দুরন্ত দুর্বার- রণজিৎ অনেকেই হতে পারে, কিন্তু মনজিৎ ক'জন হয়

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৩ নভেম্বর, ২০১৩, ১০:০৮:১১ রাত

"বাইরের যুদ্ধের চেয়ে ভেতরের যুদ্ধ কত দুরন্ত দুর্বার। রণজিৎ অনেকেই হতে পারে, কিন্তু মনজিৎ ক'জন হয়"।

-এ কথাকয়টি বর্তমান সময়ের প্রেক্ষাপটে বলতে পারলে আমি খুব তৃপ্তি পেতাম। কিন্তু আমার আগে আমাদের জাতীয়তাবাদী কবি কাজী নজরুল ইসলাম বলে গেছেন। বৃটিশদের কাছ থেকে মুক্ত হয়ে তাঁর অনুধাবনটি আজও আমাদের কাছে সমানভাবে প্রযোজ্য। আমি জানি আমার বিরোধীপক্ষ আরেকলাইন বাড়িয়ে বেশি বুঝবেন, যেমনটি এরা বুঝে আসছে বেয়াল্লিশ বছর ধরে। ওনাদেরকে বলি, লাইনেই থাইকেন- লাইনচ্যুত হইয়েন না। একলা খেলায় মজা নাই! হাঃ হাঃ Rolling on the Floor

বিষয়: বিবিধ

১০১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File