কাপড় খুলেছি কিন্তু নেংটো হইনি

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১২ নভেম্বর, ২০১৩, ০৭:৫১:৪২ সন্ধ্যা

পদত্যাগপত্র দিয়েছি কিন্তু পদত্যাগ করিনি, ব্যাপারটা এরকম কাপড় খুলেছি কিন্তু নেংটো হইনি! আবার আইনমন্ত্রী বললেন, প্রক্রিয়াটা আইনসম্মত হয় নি। কত খেলা রে! আমার এক দাদু রসিয়ে বলতেন, পেটে গু থাকলে কতরকম ডিজাইন করে হাগু করা যায়, সরকারের এখন সেই দশা আর জনগনের কপালে শনির দশা! যাহোক, বিরোধীরা আছে দৌড়ের উপর! পুলিশ বলছে তারা কেবল ধাওয়া দিয়েছে আর এরা হার্ট স্ট্রোক করছে, ধাওয়া খেয়ে পানিতে ডুবে মরছে, ধাওয়া খাচ্ছে আর মৃগী ব্যারামে মরছে- শুধু ধাওয়াতেই কত মানুষ হাওয়া! আহা! হাওয়া হতে হতেই এরা আওয়াজ তুলেছে-

এটা প্রশ্ন, এটাই দাবি

রানীকার তুই কবে যাবি?

রানীকার তুই গদি ছাড়

গদি কি তোর বাপ-দাদার?

রানীকারের দুই গালে

জুতা মারো তালে তালে!

রানীকারের চামড়া

কুত্তা দিয়া কামড়া!

বিষয়: বিবিধ

১০৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File