খিচুড়ি খাওয়ার জন্য দেশের সবাইকে দাওয়াত

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৫ নভেম্বর, ২০১৩, ০৭:৫৫:৫৭ সন্ধ্যা

জেফত খাওয়ানোর জন্য আমি এক ডেগ খিচুড়ি রান্না করব। যাতে থাকবে বিশ কেজি চাল, ২৫০ গ্রাম গরুর মাংস, একমুঠ ডাল, চামচের অর্ধেক তেল, এক চিমটি লবন, আর এক জররা গরমমসলা। পিয়াজ দেয়া যাবে না, কারন দামে পোষাবে না। পানি কিনতে হবে না, তাই দেয়া যাবে ইচ্ছেমত; এরপর চুলায় চড়িয়ে ঘুটা ঘুটা! গরমাগরম এ খিচুড়ি খাওয়ার জন্য দেশের সবাইকে দাওয়াত।

আসেন আমার জেফত খেয়ে সবাই আওয়ামী সর্বদলীয় সরকারকে মেনে নেই! স্বাগতম!

ক্রেডিট: অমেদুল ইসলাম! (ঈষৎ পরিবতির্তত)

বিষয়: বিবিধ

১১৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File