চুটকি
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০১ নভেম্বর, ২০১৩, ১০:৪৮:৫১ সকাল
ছাত্রীকে অংক শেখাচ্ছে....হাউজ টিউটর
মনে কর, তোমার কাছে ৫ টা গোলাপ আছে, আমি তোমাকে আরো ৫ টা দিলাম ।তাহলে তোমার কাছে মোট গোলাপ থাকবে ১০ টি, এটা হল যোগ ।
-বুঝেছ ? অনেক মজা না ??
-জ্বি ।
এবার ধর আমার কাছে ১০ টা চকলেট আছে, আমি তোমাকে ৮ টা দিয়ে দিলাম ।আমার কাছে ২ টা থাকবে ।এটা হল বিয়োগ ।
-বুঝেছ ? অনেক মজা তাই না??
-জ্বি ।
এবার মনে কর, তুমি আমায় তিনটা চুমু দিলে, আর আমি তোমায় চুমু দিলাম ১২ বার ।
তাহলে মোট ৪ গুণ চুমু তুমি বেশি পেলে, এটা হল গুণ ।
-বুঝেছ ? অনেক মজা তাই না??
-জ্বি ।
দরজার পাশে দাঁড়িয়ে ছাত্রীর বাপ এতক্ষণ সব শুনছিল ।
ঘরে ঢুকে স্যারের ঘাড় ধরে দাঁড় করিয়ে দরজার কাছে নিয়ে গেল--
"তারপর তার পশ্চাদ্দেশে সজোরে লাঁথি মেরে ঘর থেকে বেরকরে বলে, আর এটা হল ভাগ ।
-বুঝেছ ? অনেক মজা তাইনা??''
collected from adda!
বিষয়: বিবিধ
১৪২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন