এক দেশে দুই আইন চলতে পারে না

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৯ অক্টোবর, ২০১৩, ০৭:৫৬:১৫ সন্ধ্যা

এরা যা করে তাই জায়েজ, একই জিনিস অন্যরা করলেই নাজায়েজ!

দৈনিক আমার দেশ ও মাহমুদুর রহমান কর্তৃক বিচারপতিদের 'স্কাইপি কথোপকথন' প্রকাশ করা যদি গুরুতর অপরাধ হয়, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর টেলিসংলাপটি টিভিতে সম্প্রচার এবং ট্যাবলয়েডে প্রকাশ কতটুকু আইনসিদ্ধ হয়েছে?

আর যদি বলা হয় ফোনালাপ পাবলিকলি প্রকাশ করা বৈধ;তাহলে মাহামুদুর রহমানকে অন্যায়ভাবে জেলে আটক রাখা হয়েছে। তাঁর মুক্তি চাই! এক দেশে দুই আইন চলতে পারে না! আমরা চাই না দেশটা মগের মুল্লুক হয়ে উঠুক। যদি কারো গায়ের জোর বেশি হয়ে থাকে তাহলে সে বান্দরবান গিয়ে পাহাড় ঠেলুক!

আমার মনে হয় বিরোধীদলীয় নেত্রী কড়া ভাষায় জবাব দিয়ে ভালই করেছে,কারন দেশের মানুষ এখন তাঁর কাছে অনেক কিছু আশা করছে।

বিষয়: বিবিধ

৮৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File