সারাবেলা
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৪ অক্টোবর, ২০১৩, ১২:১৭:৪৪ দুপুর
একাকীত্ব! সে তো শ্বাশ্বত
তবু সকালের শ্লোগানে
আমিও নরোম আলো হয়ে আছি
শুভ সকাল!
শূন্যতা! মহাশূন্যের বিশালতা
তবু দুপুরের মিছিলে
আমিও রোদ হয়ে জ্বলছি
শুভ দুপুর!
অতৃপ্তি! চিরদিনের মরুভূমি
তবু বিদায়ের বিকেলে
আমিও আবীর হয়ে আছি
শুভ বিকাল!
অসুখ! অখন্ড অবসর
তবু নারকীয় রাতে
আমিও অন্ধকার হয়ে আছি
শুভ রাত্রি!
বিষয়: বিবিধ
৮৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন