মানবনৌকা
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১০ অক্টোবর, ২০১৩, ০৮:২৮:৪৬ সকাল
ক্যাকু ক্যাকু কানাইয়া
নৌকা দিলাম বানাইয়া
নৌকা যদি দৌড়ে
বন্ধক দিবা বউরে!
নৌকা যদি হাঁটে
মরবা মাঠে ঘাটে
নৌকা যদি থামে
ফুটবো ডাইনে-বামে
নৌকা যদি চলে
ডুববা ঘোলা জলে
নৌকা যদি ভাসে
ঝুলবা দড়ির ফাঁসে
নৌকা যদি ঢুলে
চুল পেঁচাবে চুলে
নৌকা যদি উড়ে
কপাল যাবে পুড়ে;
শোন শোন পামেলা
নির্বাচনে ঝামেলা
আসো আমরা নৌকা বানাই
তুমি রাঁধা আমি কানাই!
বিষয়: বিবিধ
১২৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন