দুটো অভিজ্ঞতা
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৯ সেপ্টেম্বর, ২০১৩, ০২:১৪:৫৫ দুপুর
এক
'রাখিব নিরাপদ, দেখাব সুন্দর পথ'- এই শ্লোগান নিয়ে কাজ করছে সিলেট কেন্দ্রীয় কারাগার। আজ গিয়েছিলাম সেখানে, না কোন দোষ করে নয়! আমার একজন শিক্ষার্থী কারাগারে থেকেই পরীক্ষা দিচ্ছে, সেজন্য আমি ও আমার এক সহকর্মী পরীক্ষার ডিউটি করলাম। অন্যরকম অভিজ্ঞতা! গিয়ে দেখলাম এমসি কলেজ, মদনমোহন কলেজ, সিলেট মহিলা কলেজের আরও তিনজন পরীক্ষার্থী আছে- কলেজগুলোর শিক্ষকেরাও ছিলেন। গল্প করলাম, নানা বিষয়ে অভিজ্ঞতা শেয়ার হল, জেলার সাহেবের আতিথেয়তা গ্রহণ করলাম। দেখলাম, চোর-পুলিশ খেলা, কয়েদিদের বিমর্ষ চেহারা। বিদায়ের সময় উনি বললেন, 'আবার আসবেন!' আমি মনে মনে বললাম- 'এমন হলে ভাল, কিন্তু অন্যভাবে যেন আসতে না হয়!'
দুই
.1. One day I will depart from this earth, but why will I be remembered for? Why will people remember me?
2. Experience doesn't comes from age rather from work.
3. Passion, patience, purpose, preparation and of course hard work will make you success.
All these inspiring sentences I learned from an young entrepreneur, author and global speaker Mr. Sabirul Islam. He has a target to inspire, engage & transform the lives of 1 million Bangladeshi. I also came to learn that his parents are from Sylhet (Biswanath). I think students who take part in this speech will be benefited to attain success.
বিষয়: বিবিধ
১০৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন