রয়েল বেঙ্গল টাইগার আমাদের টোটেম, সুন্দরবনের কোন গাছ কাটা যাবে না- এটাই ট্যাবু

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৭ সেপ্টেম্বর, ২০১৩, ১১:০৬:৪২ সকাল

বিদ্যুৎকেন্দ্র যে কোন জায়গায় হতে পারে, কিন্তু সুন্দরবন এক জায়গায়ই হয়! রয়েল বেঙ্গল টাইগার আমাদের টোটেম, সুন্দরবনের কোন গাছ কাটা যাবে না- এখন থেকে এটাই ট্যাবু! সুন্দরবন রক্ষার্থে সুন্দর মনের মানুষরা এগিয়ে আসুন! আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ ধংস করে ভারতের তাবেদারির জন্য পাঁয়তারা চলছে রামপালে বিদ্যুৎ কেন্দ্র তৈরীর। সংবাদে শুনলাম, ভিত্তি প্রস্তর স্থাপনের বিষয়ে বিদ্যুৎ সচিব বেশ অনড় অবস্থানে রয়েছেন! বিদ্যুৎমন্ত্রীও কিছু বলছেন না।

আমরাও অনড় হতে পারি। আসুন আমরা ছড়িয়ে দেই এই আন্দোলন। আমাদের গাছ, বন, প্রকৃতি সার্বভৌমত্ব রক্ষায় যে যেখান থেকে পারি সংগঠিত হই। তোয়াজ নয় বরং আওয়াজ তুলি এই সরকারের ভারতীয় দালালির বিরুদ্ধে।

নিউইয়র্কে শেখ হাসিনার জন্মদিনে মনমোহনের সাথে বৈঠক; সে বৈঠকে বাংলাদেশ কি আগের মতই ঠকবে আর ঠকঠক করে কাঁপবে? নাকি নিজের ন্যায্যদাবিগুলো উত্থাপন করবে? দেখা যাক--

বিষয়: বিবিধ

১০২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File