লাঙলের 'ইশ' গাঙের 'কূল' -ইশকুল!

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৭ আগস্ট, ২০১৩, ০৯:০৮:২৯ সকাল



মানুষের 'মান' আঁকাজোকা চিত্র

মানচিত্র!

দোকানের 'কান' সূচের ছিদ্র

কানছিদ্র!

অংকের হর নৃত্যের তাল

হরতাল!

আয়ের কর ভাদ্রের তাল

করতাল!

কেরানীর 'কেরা' উড়াধুড়া মত

কেরামত!

মেরাপের 'মেরা' মতুয়ার 'মত'

মেরামত!

পরীদের 'পর' বোতলের 'বোত'

পর্বত!

শরমের 'শর' পশুদের বৎ

শরবত!

করজোরে কর ক্ষমতার মোচা

করমচা!

গরমের 'গর' মচমচে মচা

গরম চা!

বিষয়: বিবিধ

১২৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File