বাংলাদেশ ১৪২০

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৬ আগস্ট, ২০১৩, ০৮:২৮:১১ সকাল



বাংলাদেশের গড় উচ্চতা পাঁচফুট চার ইঞ্চি

খাটো বলে লম্বুরা কাটে ভেংচি,

আবার মাঝে মাঝে দরদ উথলে ওঠে

বিশ্বব্যাংকের বাণীতে আশার খই ফোটে।

সব উঁচু উঁচু টাকার গাছ তাদের দেশে

দানের জন্য দুএকটা কাটেন হেসে হেসে

দুঃখের দাগ দেখে তারা আমাদের কষ্ট বোঝেন

আর তাই- উন্নয়নের পিঁড়ি বানিয়ে দেন

প্রগতির জলচকি বানিয়ে দেন

সমৃদ্ধির আরামকেদারা বানিয়ে দেন;

দিনে দিনে দারুন তক্তার ভক্ত হয়ে উঠি সবাই

কাজ নাই, কাজের সময়ও শুই বসি খাই

অলক্ষ্যে অজ্ঞাতে অভ্যাসের দাস হয়ে যাই।

হঠাৎ একদিন দেখি, কেউ দাঁড়াতে পারছি না সোজা

মাথায়-ঘাড়ে-পীঠে কী যেন অদৃশ্য বোঝা!

কী আর করা যাবে ভেবে

ফিরে আসি বিলাসী আসবাবে;

পিঁড়িতে বসলে দুই ফুট নয়

জলচকিতে তিন ফুট ছয়

আরামকেদারায় চার ফুট শূন্য

বিশ্বের কাছে বামন হিসেবে হলাম গন্য।

সব থাকতেও বাংলাদেশ বামন হায়

শ্রীমান ছাগলেরা তাকে মুড়িয়ে খায়।

বিষয়: বিবিধ

১৪৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File