আমার জালনার কাছে ঈদ মোবারক

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৯ আগস্ট, ২০১৩, ১১:৪৩:২৪ সকাল

আকাশে নিঃসঙ্গ চিল উড়ছে

একজন গেরস্থী মাটি খুঁড়ছে

ঘাসে আধখাওয়া সিগারেট পুড়ছে

চিৎকার করে উঠল হঠাৎ রাতা-মোরগ

কুক কুরক! কুক কুরক!

কাঁঠালের ডালে দোয়েল গা খুটছে

আনন্দের আতশবাজি ফুটছে

ভিজে দেয়ালে পিঁপড়েরা রেসে ছুটছে

আবার চিৎকার করে উঠল রাতা-মোরগ

কুক কুরক! কুক কুরক!

পাশের বাড়িতে হিন্দী গান বাজে ধুমছে

ঝুমকো জবা তালে তালে ঝুমছে

ঘুম নেই তবু বিছানায় আলসেমী ঘুমছে

চিৎকার করে উঠল রাতা-মোরগ

কুক কুরক! কুক কুরক!

আমি এবার মোরগটাকে বললাম

ঈদ মোবারক! ঈদ মোবারক!

বিষয়: বিবিধ

১০৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File