আল্লায় জানে কি চমক নিয়ে প্রধানমন্ত্রীর কাছে হাজির হন আমাদের শিক্ষামন্ত্রী!
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০২ আগস্ট, ২০১৩, ০৩:২০:৩৩ দুপুর
জুমআ পড়ে বের হলাম, পথে দু'বন্ধু গল্প করছে; কথা শুনে বুঝলাম এরা এইচএসসি পরীক্ষার্থী। আলোচনার মূল ব্যাপার হল, রেজাল্ট এত দেরি হচ্ছে কেন? দুবার নাকি ঘোষণা হতে হতেও হয় নি, এখন আর ঈদের আগে হওয়ার চান্স নেই। একজন আত্মবিশ্বাসী সে এ+ পাবে। আরেকজন আশাবাদী একটু এক্সট্রা-খাতির করে দেখলে সেও পেয়ে যাবে।
এদের কথা শুনে আমার কেবলই মনে হতে থাকল, এবার জানি কি চমক নিয়ে প্রধানমন্ত্রীর কাছে হাজির হন আমাদের শিক্ষামন্ত্রী! হতে পারে মোট পরীক্ষার্থীর ৭৫% এ+ হতে পারে ১০০% পাশ; এবং হতে পারে দুটোই!
বিষয়: বিবিধ
৯০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন