মোবাইলের দরজা বন্ধ কেন
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ৩০ জুলাই, ২০১৩, ০১:২২:০৯ দুপুর
মোবাইলের দরজা বন্ধ কেন? সুখে না অসুখে
কেন দেয়াল দিয়েছ ফেসবুকের বুকে?
স্কাইপির জানালাও দেখি ছিটকিনি তোলা!
কোথায় যাবে তাহলে, একটু মুখ খোলা?
ধেত্তেরি!
বিচ্ছিরি!
অভিমানে অবধানে বৃষ্টিতে ভিজলাম
সন্ধ্যা নামার সাথে জ্বরও নামল দেখলাম-
দেখলাম, ঘুমপথে শাড়ির ছায়া কাঁপে
তোমার হাত থার্মোমিটার হয়ে আমার জ্বর মাপে!
বিষয়: বিবিধ
৯৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন