কিছু হোক
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২২ জুলাই, ২০১৩, ১০:৩৪:৫১ সকাল
ঠোঁটে রঙ করে দিলাম
চাইছি ছটাতে,
গালে চুমু এঁকে দিলাম
চাইছি পটাতে,
ভালবাসি বলে দিলাম
চাইছি রটাতে
জনে জনে বলে দিলাম
চাইছি ঘটাতে,
খুনসুটি বেঁধে দিলাম
চাইছি চটাতে
পিঠে পুশ করে দিলাম
চাইছি হটাতে।
বিষয়: বিবিধ
১০৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন