ব্যাড বয় হলেই ভাল হয়
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৯ জুলাই, ২০১৩, ০৩:৪০:০১ দুপুর
শহুরে বাতাস কানে কানে কয়
ব্যাড বয় হলেই ভাল হয়,
ব্যাড এন্ড ম্যাড কম্বাইন্ড হলে আরও ভাল হয়!
কয়লা এখন আর ময়লা না
ব্লাক ইজ বিউটি,
বেশি ভাল, ভাল না
জাস্ট সিলি ডিউটি!
গুড বয় আজকাল সেকেলে
গুডু গুডি গুড্ডি এলেবেলে
সবাই ঠেঙাবে হেসেখেলে
নষ্টরা নিয়েছে সবকিছু
নাথিং ইজ লেফ্ট!
চারপাশে পয়োময়
ট্রুথ ইজ থেফ্ট!
বায়ান্ন বাজার তেপ্পান্ন গলি
চুপিচুপি লাস্ট-কথা শেষভাগে বলি
গুড বয় হাতে নেয় বাজারের থলি।
বিষয়: বিবিধ
৯৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন