শাহবাগী মাতমে ভোগবাদী চাষী
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৬ জুলাই, ২০১৩, ১১:৪৬:১০ সকাল
গোলাম আযমের ৯০ বছর আর সাঈদীর ফাঁসি
রায় দেখে বোকা আমি, হাসি আর কাশি!
কাশি দিতে যাব কই, গয়া না কাসি?
কেউ হল রামপাঠা, কেউ খোদ খাসি
শাহবাগী মাতমে ভোগবাদী চাষী,
প্রভুদের পাও টেপে সেবাদাস-দাসী
পাহারায় রাত জাগে পুলিশের বাঁশি
পিঠা-পুলি নিয়ে আসে পিসি আর মাসি
হাততালি দিয়ে কারো ঘুরে গেছে রাশি
ফাও-নাও ডুবে গেছে, বন্যায় ভাসি!
আজ যাহা তাজা ফুল কাল তাহা বাসি,
তবু এই গান গেতে খুব ভালবাসি-
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি!
বিষয়: বিবিধ
১১০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন